বগুড়ায় নেসকো’র স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন বিষয়ক মতবিনিময় সভা

215

স্টাফ রিপোর্টার : নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) এলাকায় ৫ লক্ষ স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় সোমবার বেলা সাড়ে ১১টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক জিয়াউল হক।

নেসকো লিঃ রাজশাহী প্রধান প্রকৌশলী আব্দুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন, বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী নেসকো লিমিটেডের স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম চৌধুরী ও স্মার্ট প্রি-পেমেন্ট মিটার সংক্রান্ত বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন রাজশাহী নেসকো লিমিটেডের স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সাইয়েদুল মুরসালীন।
নেসকো লিঃ সূত্রে জানা যায়, নেসকো লিঃ এলাকায় লক্ষ স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন করা হবে। এই মিটার ব্যবহার করার কারণে সম্মানিত গ্রাহকরা এনার্জি চার্জের উপর ১ শতাংশ হারে সুবিধা পাবেন। মেনুয়াল রিডিং গ্রহণের প্রয়োজন থাকছে না বলে ভুল করেও ওভার বা আন্ডার বিল্ডিং হবে না। গরবিল, অনাকাঙ্ক্ষিত কম বা বেশি বিল হওয়ার সুযোগ নেই। দেশের যেকোনো স্থান থেকে প্রতিমাসে স্মার্ট প্রি-পেমেন্ট মিটারে যত খুশি ততবার টাকা রিচার্জ করতে পারবে। গ্রাহক নিজেই তার ব্যবহৃত লোড কন্ট্রোল করে বিদ্যুৎ সাশ্রয় ব্যবহার নিশ্চিত করতে পারবেন। বিদ্যুৎ বিল বকেয়া রাখার সুযোগ না থাকায় সংযোগ বিচ্ছিন্নের আশঙ্কা থাকে না। নতুন সংযোগ গ্রহণ কিংবা লোড বৃদ্ধির ক্ষেত্রে গ্রাহককে কোনো নিরাপত্তা জামানত জমা দিতে হবে না। মিটার নষ্ট হলে তাৎক্ষণিক নেস্কো কর্তৃপক্ষ মিটার প্রতিস্থাপন করা হবে। মিটারে ব্যালেন্স শেষ হওয়ার পূর্বে মিটারের ট্রেন ইটিভি সহিংসভাবে লাল সংকেত দেবে এবং এসএমএসের মাধ্যমে মিটারের অবশিষ্ট ব্যালান্স সম্পর্কে গ্রাহককে জানানো হবে। জরুরি মুহূর্তে মিটার ব্যালেন্স শেষ হয়ে গেল ইমারজেন্সি ব্যালেন্স এর মাধ্যমে গ্রাহক বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন যা পরবর্তীতে সমন্বয় করা হবে। এছাড়াও স্মার্ট প্রি-পেমেন্ট মিটারের বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়টি তুলে ধরা হয়।