নওগাঁ আত্রাইয়ে খাদ্য বান্ধব কর্মসূচির ৪২ বস্তা চাল উদ্ধার; আটক-১

120

সজীব হাসান , নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হক নাদিম এর উদ্যোগে দুই দফায় খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরে খাদ্য অধিদপ্তর নেট ওজন ৩০ কেজি লিখা ৪২ বস্তা ভর্তি চাল এবং ১৪ খালি বস্তা উদ্ধার করা হয়েছে। এঘটনায় জাফের, নয়ন ও আব্দুস সোবাহানকে আসামী করে ওই ইউনিয়ন চেয়ারম্যান এবং ওসিএলএসডি বাদি হয়ে পৃথক দুটি মামলা করেছেন। আত্রাই থানা পুলিশ উপজেলার মদনডাঙ্গা গ্রামের জফেরের ছেলে নয়নকে আটক করে বুধবার সকালে নওগাঁ জেল হাজতে পাঠিয়েছেন। জানা যায়, মঙ্গলবার কালিকাপুর ইউনিয়নের কুশাতলা নামক স্থানে ডিলার শফিকুল ইসলাম ১০ টাকা কেজি দরে কার্ড ধারীদের নিকট ৩০ কেজির বস্তা চাল বিক্রয় করেন। সুবিধাভোগীরা চালগুলো নিয়ে উক্ত তিন জনের নিকট বিক্রয় করেন। খাদ্য বান্ধব কর্মসূচির চাল ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও ইকতেখারুল ইসলামের নির্দেশে ওই ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হক নাদিম, পল্লী উন্নয়ন অফিসার তোফাজ্জল হোসেন, এসআই ফিরোজ হোসেন ও রাশেদের সহায়তায় চালগুলো জব্দ করে থানায় নিয়ে আসেন। এসময় নয়নকে আটক করা হয়। খবর পেয়ে জাফের ও আব্দুস সোবাহান পালিয়ে যায়।

আত্রাই থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, নয়ন নামে একজনকে আটক করে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদের ধরার চেষ্টা অব্যাহত আছে।