শেরপুরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আ.লীগের অর্ধশতাধিক মনোনয়ন প্রত্যাশী

153

মোঃ জাকির হোসেন শেরপুর(বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলার ২য় ধাপে ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আগামী আগামী ১১ নভেম্বর।

২নং গাড়িদহ মডেল ইউনিয়নে ভোট গ্রহন ৩য় ধাপে অনুষ্ঠিত হবে। তবে এই ইউনিয়নে ইভিএমে ভোট গ্রহণ করা হবে বলে স্থানীয় নির্বাচন অফিস সুত্রে জানা গেছে।

ইউনিয়ন পরিষদের নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী যাচাই-বাচাই প্রক্রিয়া শুরু করেছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আ.লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী ৫১জনের নামের তালিকা বাছাইয়ে ব্যাপক তৎপরতাসহ আবেদন সংগ্রহ করছেন স্থানীয় উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। তবে দলীয় মনোনয়ন পেতে এদের মধ্যে প্রাথমিকভাবে যাচাই-বাচাই সম্পন্ন করে সুপারিশসহ জেলা কমিটি ও কেন্দ্রে পাঠানো হবে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া।

জানা গেছে, শেরপুর উপজেলার ১০টি ইউনিয়নের ক্ষমতাসীন দল আওয়ামীলীগের মনোনয়ন পেতে সম্ভব্য প্রার্থীরা তাদের স্ব-স্ব আবেদনপত্র দলীয় উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির কাছে জমাও দিয়েছেন।
তাদের মধ্যে ১নং কুসুম্বী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ইউনিয়ন আ.লীগের মনোনয়ন লাভের জন্য আবেদন করেছেন ৬ জন। ২নং গাড়িদহ মডেল ইউনিয়নের আওয়ামীলীগ মনোনয়নপ্রত্যাশী তিনজন।
৩নং খামারকান্দি ইউনিয়ন চেয়ারম্যান মনোনয়ন প্রার্থী ছয় জন।
৪নং খানপুর ইউনিয়ন চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে ইউনিয়ন আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক (কোষাধ্যক্ষ) পরিমল দত্ত এক প্রার্থী হিসেবে স্থানীয় কর্মীসভায় মনোনীত হয়ে উপজেলা আওয়ামীলীগের কাছে আবেদন জমা দিয়েছেন বলে নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে।

উপজেলার ৫নং মির্জাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী পাঁচজন, ৬নং বিশালপুর ইউনিয়ন চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী মোট ১১ জন, ৭নং ভবানীপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ৪ জন, ৮নং সুঘাট ইউনিয়ন চেয়ারম্যান পদে আ.লীগ মনোনয়ন প্রার্থী ৪ জন, ৯নং সীমাবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে উপজেলা আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ৬ জন ১০নং শাহবন্দেগী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের উপজেলা আওয়ামীলীগের মনোনয়ন প্রার্থী ৬ জন।

এ বিষয়ে শেরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার বলেন, ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় চেয়াম্যান পদে মনোনয়ন প্রত্যাশীদের নামের তালিকা জেলা কমিটির কাছে প্রেরণ করা হয়েছে। তবে নির্বাচন পরিচালনা কমিটি যাকে মনোনয়ন ও প্রতীক বরাদ্দ দিবে, সেই দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে থাকবেন।