কাহালুতে শারদীয় দূর্গাপূজা ২০২১ উদযাপনের প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্টিত

163

কাহালু বগুড়া প্রতিনিধি

বগুড়া জেলা কাহালুু উপজেলা ৭ই অক্টোবর বুধবার বেলা ১১টায় কাহালু থানা আয়োজনে, থানা চত্তরে শারদীয় দূর্গাপূজা ২০২১ উদযাপনের প্রস্তুতি মুলক মতবিনিময় সভা এস আই শাহীন কাদির এর পরিচালনায় অনুষ্টিত হয়। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) আমবার হোসেন। তিনি বলেন আইন শৃঙ্খলার কোন প্রকার অবনতি হবেনা। এবং প্রতিটি পূজা মন্ডপের স্বেচ্ছাসেবকদের আই,ডি কার্ড ব্যবহার করার জন্য নির্দেশ দেন ও বিদেশী কোন অতিথি যদি পূজা মন্ডপ পরিদর্শন করতে আসেন তাহলে আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করার জন্য আহবান জানান। পূজা মন্ডপের আশে পাশে কোন প্রকার মাদক দ্রব্য সেবন কারী ও সন্দেহ মুলক ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ পরিদশক কর্মকতা (তদন্ত) মোঃ হারুনুর রশিদ, কাহালুু উপজেলা কমিউনিটিং পুলিশিং এর সভাপতি সিনিয়র সাংবাদিক আবু ছালেক তোতা, কাহালুু উপজেলা আনসার (ভি ডি পি) প্রতিনিধি মোঃ উজ্জল হোসেন, কাহালুু উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক শ্রী অন্ঙন কুমার প্রাং,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ কাহালুু উপজেলা শাখার সভাপতি ভূপেন্দ্রনাথ পাল, সাধারন সম্পাদক রবীন্দ্রনাথ সরকার, কাহালু উপজেলা ৩৭টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদক গন উপম্থিত ছিলেন।