চলনবিলে মাঠ পর্যায়ে আমন ধান কাটা শুরু৷

275

এ এইচ খোকন চলনবিল প্রতিনিধিঃ বাংলার কৃষি ভান্ডার খ্যাত চলনবিলে চলতি মৌসুমের আমন ধান এখন সোনালি রঙ্গে রঞ্জিত। কৃষকরা ইতোমধ্যে ক্ষেত থেকে ফসল কাটতে শুরু করেছে।

চলনবিলের আমন ধান পেকেছে৷ কৃষকদের হাড় ভাঙ্গা একটানা খাটুনির ফলে চলনবিলে যেদিকে তাকানো যায় সবুজ শ্যামল আর সোনালী রঙ্গে ছেয়ে গেছে প্রকৃতি।মাঠ পর্যায়ে আমন ধান উৎপাদনে দেশের কৃষক সমাজই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাবনা, নাটোর ও সিরাজগঞ্জের মধ্যবর্তী তাড়াশ,গুরুদাসপুর,সিংড়া, শাহজাদপুর, চাটমোহর,ভাঙ্গুড়া, ফরিদপুরসহ চলনবিলে এবার কৃষি জমি আমন ধানের বাম্পার ফলন হয়েছে।

গুরুদাসপুরের কৃষক আঃ আলীম জানান, আমার ১০ বিঘা জমিতে আমন ধান লাগিয়ে ছিলাম৷ ফসল কাটা শুরু করেছি,আশা করছি ফলন গতবারের চেয়ে অনেক ভালো হবে।তিনি আরো জানান, দেশের অনেক জেলা হতে এই এলাকায় ধান কাটার জন্য শ্রমিক এসেছে, তাই ধান কাটার জন্য কোন শ্রমিক সংকট হবেনা৷

নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে চলনবিলে ৩০ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে