রায়নগর ইউপি চেয়ারম্যান শফি’র পিতা চাঁন মিয়ার দাফন সম্পন্ন:বিভিন্ন মহলের শোক প্রকাশ

152

সোহাগ মাহবুব স্টাফ রিপোর্টার: বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিশিষ্ট ঠিকাদার শফিকুল ইসলাম শফি’র পিতা চাঁন মিয়া প্রামানিক ঢাকা হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর রাত ৩ টায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃতকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি বৃদ্ধা স্ত্রী, চার পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।রবিবার বাদ যোহর কাজীপুর গ্রামে মরহুমের জানাযা নামাজ সম্পন্ন শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজ পূর্বে মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যন ফিরোজ আহম্মেদ রিজু,পৌরসভার মেয়র তৌহিদুর রহমান মানিক,সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আব্দুল খালেক, মোকামতলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আমিনুর রহমান,মাওলানা ওসমান গনি, আলহাজ্ব মোশারফ হোসেন,পরিবারের পক্ষে ছোট ভাই আবুল কালাম, মরহুমের মেজ ছেলে বগুড়া বন বিভাগের কর্মকর্তা মতিউর রহমান মতি,ছোট ছেলে ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি।

জানাযার নামাজে উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সাংবাদিক সহ বিভিন্ন পেশা শ্রেনীর মানুষ অংশ গ্রহন করেন।
এদিকে চেয়ারম্যান শফি’র পিতার মৃত্যতে মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ৩৭ বগুড়া ০২ শিবগঞ্জ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান মানিক,শিবগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক হুসাইন শরীফ সঞ্চয়(এমবিএ) সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাংগঠনিক সম্পাদক মাহফুজ মন্ডল, উপজেলার নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, মহাস্থান প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান মিটু,সহ-সভাপতি সৈয়দ আব্দুর রহিম সাজু, সাধারণ সম্পাদক এস আই সুমন,যুগ্ন সাধারন সম্পাদক ওবায়দুর রহমান,যুগ্ন সম্পাদক গোলাম রব্বানী শিপন,কোষাধ্যক্ষ নুরনবী রহমান,দপ্তর সম্পাদক আজিজুল হক বিপুল, প্রচার সম্পাদক সেলিম উদ্দিন, ক্রীড়া সাহিত্য সম্পাদক সোহাগ মাহবুব, নির্বাহী সদস্য ও প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আব্দুল বাছেত, সোহেল রানা,ইকবাল হোসেন, রহেদুল ইসলাম,সদস্য আমিনুল ইসলাম রতন,সাফাওয়াত সজল,মুনসুর রহমান আকাশ, আব্দুল বারী,তাহেরাজ্জামান লিপি,আব্দুল হান্নান টগর প্রমুখ।