শাজাহানপুরে শহিদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা ও স্বরণ সভা অনুষ্ঠিত

127

শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদ স্মরণ করলেন জাতির শ্রেষ্ঠ সন্তান শহিদ বুদ্ধিজীবিদের। জাতীয় পতাকা অর্ধনির্মিতকরণ, দলীয় ও কালো পতাকা উত্তোলন, শহিদ বুদ্ধিজীবীদের স্বরণ সভার মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়।
আজ ১৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা কনফারেন্স রুমে স্বরণ সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
স্বরণ সভায় বক্তব্যে তিনি বলেন, পশ্চিম পাকিস্তানীরা যখন বুঝতে পেরেছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের নেতৃত্বে বাঙ্গালী জাতি স্বাধীনতার দ্বারপ্রান্তে পৌছেছে ঠিক তখনই স্বাধীনতা বিরোধী পাকিস্তানীরা এদেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করার জন্য ১৪ ডিসেম্বরকে বেছে নেয়। এবং তাদের সে পরিকল্পনা অনুযায়ী বুদ্ধিজীবীদের হত্যা করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ভিপি সুলতান আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা।
আরও ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আ: খালেক মাস্টার,সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ গৌস্বামী, হযরত আলী, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, শাজাহানপুর থানা পুলিশের চৌকস অফিসার ইনচার্জ আব্দুল্লাহ মামুন, সহকারী কমিশনার(ভুমি) আশিক খাঁন,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান লিটন, সাংবাদিক সবুজ, আবুল কালাম আজাদ, মিজানুর রহমান, দুলাল হোসেন, নাজিরুল, মিজু আহমেদ হোসেন প্রমূখ।