মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে দুপচাঁচিয়ায় ৮ জন অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ’বীর-নিবাস’ পেলেন

133

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়ায় মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ৮ জন অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ’বীর-নিবাস’ পেলেন।দুপচাঁচিয়া উপজেলায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত হচ্ছে ”বীর-নিবাস”নামে একতলা বিশিষ্ট্য পাকা ঘর। মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ’বীর-নিবাস’ আবাসিক প্রকল্পে আওতায় ৮ জন মুক্তিযোদ্ধা ওই সুবিধা পাবেন।
দুপচাঁচিয়া উপজেলায় ২১-২২ অর্থবছরে প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ১ কোটি ৭ লক্ষ ৪৮ হাজার ৯৪৪ টাকা।প্রতিটি বাড়ি নির্মানের জন্য খরচ হবে ১৩ লক্ষ ৪৩ হাজার ৬১৮ টাকা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়,গোবিন্দপুর ইউনিয়নে ৪ টি,জিয়ানগর ইউনিয়নে-৩ টি,গুনাহার ইউনিয়নে-১ টি বীর-নিবাস নির্মিত হবে। অস্বচ্ছল মুক্তিযোদ্ধারা বরাদ্দকৃত :বীরনিবাস” যারা পাবেন,তারা হলেন-গোবিন্দপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা নিজামউদ্দিন,বীর-মুক্তিযোদ্ধা লোকমান মন্ডল,বীর মুক্তিযোদ্ধা শামছুদ্দিন,বীর মুক্তিযোদ্ধা আমির আলী,জিয়ানগর ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী,বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমান, বীর মুক্তিযোদ্ধা কছিমুদ্দিন এবং গুনাহার ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা কেরামত আলী।
বীর মুক্তিযোদ্ধারা দু’টি বেডরুম,একটি ডাইনিং-রুম,একটি কিচেন রুম,দু’টি টয়লেট,সুযোগ-সুবিধা পাবেন।
ইতিমধ্যে দরপত্র আহবান করে ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মান কাজ শুরু করেছে।