বগুড়া পৌরসভার ১২নং ওয়ার্ড বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

154

রাশেদ স্টাফ রিপোর্টার

বিএনপিকে সু-সংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বগুড়া শহর বিএনপির আওতাধীন ১২নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। বুধবার (১৫ ডিসেম্বর) বিকেলে বগুড়া শহরের ঠনঠনিয়া দক্ষিণ পাড়া এলাকায় অনুষ্ঠিত হয়।

১২নং ওয়ার্ড কাউন্সিলর ও আহবায়ক জনাব এনামুল হক সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া পৌর মেয়র জনাব রেজাউল করিম বাদশা। সম্মেলনের উদ্বোধন করেন বগুড়া শহর বিএনপির আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুবর রহমান বকুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা।

ওয়ার্ড বিএনপির যুগ্ম-আহবায়ক শাহ রাজু বাহারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক এ্যাডভোকেট এ,কে, এম সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, যুগ্ম আহ্বায়ক ও বগুড়া-৪ (কাহালু- নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম.আর ইসলাম স্বাধীন, শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান শামিম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ্যাড, হামিদুল হক চৌধুরী হিরু, শহর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মশিউর রহমান শামিম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কে.এম খায়রুল বাশার, শেখ তাহা উদ্দিন নাইন, লাভলী রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহীদ-উন নবী সালাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান মনি, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন রাজু, ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি এস এম মোরশেদ মিটন প্রমুখ। এসময় জেলা বিএনপি ও বিভিন্ন ওয়ার্ড বিএনপির আহ্বায়ক যুগ্ম আহ্বায়কসহ সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শেষে বক্তারা দেশনেত্রীর নিঃশর্ত মুক্তি উন্নত চিকিৎসা, ভোটাধিকার ও গণতন্ত্র পূর্ণপ্রতিষ্ঠার আন্দোলনকে তরাণ্বিত করতে সকল স্থরের নেতা কর্মী স্বোচ্ছার হওয়ার আহবান জানান। সম্মেলনে নেতৃবৃন্দরা সর্বস্মতিক্রমে এনামুল হক সুমনকে সভাপতি, শাহ রাজু বাহারকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়।।