বগুড়া-৭ আসনের এমপি বাবলুর সম্পদের হিসেব বিবরনী চেয়ে দুদকের চিঠি

197

বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সেই আলোচিত সংসদ সদস্য রেজাউল করিম বাবলুকে তার ও তার উপর নির্ভরশীলদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। বুধবার দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া সমন্বিত কার্যালয় থেকে এই নির্দেশ দেয়া হয়। এর আগে গত মার্চ মাসে তার ও তার উপর নির্ভরশীলদের সম্পদ বিবরণীর উপর বক্তব্য চেয়ে চিঠি দিয়েছিল দুদক বগুড়া। সে সময় করোনার অজুহাত দেখিয়ে প্রাথমিকভাবে সম্পদের তথ্য দিয়ে ছিলেন তিনি।

হলফনামায় মাসিক আয় ৪১৭ টাকা দেখানো এমপি বাবলু জয়ী হওয়ার দুই মাসের মধ্যে নোয়াহ হাইব্রিড ব্রান্ডের গাড়ি কিনে প্রথম আলোচনায় আসেন তিনি। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অস্ত্রহাতে পোজ দিয়ে ভাইরাল হয়েছিলেন। এছাড়াও সংসদে নারীবিদ্বেষী বক্তব্য দিয়েও সমালোচনার মুখে পড়েন তিনি।
দুদক বগুড়া কার্যালয়ের সহকারি পরিচালক আমিনুল ইসলাম জানিয়েছেন গত মার্চ মাসে তার নিজেরও তার উপর নির্ভরশীলদের সম্পদ বিবরণীর উপর বক্তব্য চেয়ে চিঠি দেয়া হয়েছিল।
এবার সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২১ কর্মদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিলি জমা দিতে বলা হয়েছে।
রেজাউল করিম বাবলু জানান, দুদকের চিঠি তিনি পেয়েছি। তবে তার কোনো অবৈধ সম্পদ নেই বলেও জানান তিনি ।