শাজাহানপুরে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত

149

শাজাহানপুর (বগুড়া) প্রতিধিনি: বগুড়ার শাজাহানপুরে বিপুল উৎসাহ উদ্দীপনা এবং বর্ণিল আয়োজনের মহান বিজয় দিবসও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সূর্যদয়ের পরপরই অমর বিজয় স্মৃতি স্তম্ভ ও বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, থানা পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
সকাল ৮ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত মাধ্যমে শুভসূচনা করা হয় দিনের। পরে সেখানে থানা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্যারেড কুচকাওয়াজ অনুষ্ঠানের পরে বীর মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধি সাংবাদিকদের অংশ গ্রহণে খেলাধুলা, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধণা, আলোচনা সভা, গণকবরগুলোতে পুস্তক অর্পণ ও শহীদ আত্মা মাগফিরাত কামনা বিশেষ দোয়া, উপহার বিতরণ করা হয়েছে।
দিনব্যাপী বিজয় দিবসের কসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, সহকারী কমিশনার ভূমি আশিক খান, থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক মাস্টার,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম তালেব৷ এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদের শাজাহানপুর উপজেলা শাখার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গৌর পোপাল গোস্বামী,সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হয়রত আলী, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, গোহাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আওতায় তালুকদার ফজু, খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি সাজেদুর রহমান শাহীন, খোট্রাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক, মাঝিড়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান নুরুজ্জামান,চোপিনগর ইউনিয়ন নব-নির্বাচিত চেয়ারম্যান মাহফুজার রহমান বাবলু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,মুক্তিযোদ্ধা,সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অপর দিকে বিকেলে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে মাধ্যমে প্রশাসনের কর্মকর্তা,স্থানীয় জনপ্রতিনিধি,শিক্ষক, শিক্ষার্থী সাধারণ মানুষদের সুবর্ণজয়ন্তী ও মুজিবর্ষের শপথ পাঠ করানো হয়েছে।