উন্নয়নের ধারা সমুন্নত রাখতে মুক্তিযুদ্ধের চেতনায় কৃষকলীগ কে ঐক্যবদ্ধ থাকতে হবে-বাদশা

188

আবু সাইদ হেলাল স্টাফ রিপোর্টার

১৯শে জানুয়ারী শেরপুর উপজেলা কৃষকলীগের সম্মেলন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলা শেরুয়া বটতলা এলাকায় স্থানীয় একটি স্কুলের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি এস এম আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি আলমগীর বাদশা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন এ সরকারের উন্নয়নের ধারা সমুন্নত রাখতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কৃষকলীগ এর সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা উন্নত ও সমৃদ্ধ একটি বাংলাদেশ পেয়েছি। দেশের উন্নয়নের এই অগ্রযাত্রা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। উন্নয়নের এই অগ্রযাত্রা যেন কোন ষড়যন্ত্রকারী ব্যাহত করতে না পারে সেজন্য কৃষকলীগ নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। উপজেলা সাধারন সম্পাদক গোলাম মোস্তফা লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলার সাধারন সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন জেলার সহ সভাপতি আনোয়ার পারভেজ বাবু, যুগ্ন সাধারন সম্পাদক বাদল রহমান, শাহীন কাদির জোয়ারদার, সাংগাঠনিক সম্পাদক আখতারজ্জামান তুষার, ত্রাণ সম্পাদক বকুল মিয়া, সদস্য বজলার রহমান বকুল, ইসমাইল হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলার সহ সভাপতি আলহাজ শফিকুল ইসলঅম, এম এ মালেক, সাংগাঠনিক সম্পাদক সলেমান আলী বাবু, প্রচার সম্পাদক নাজমুল হোসেন, মহিলা সম্পাদক ফিরোজা বেগম, সদস্য আতাহার আলী, জামিল উদ্দিন, আবুল কালাম আজাদ, সাইফুল ইসলাম, শফিকুল ইসলঅম, তোফাজ্জল হোসেন, মাসুদ রানা, সোহরাব আলী প্রমুখ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।