বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি কাহালু এলাকা-২ এর নির্বাচনে পরিচালক পদে কুদ্দুস নির্বাচিত

142

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ শনিবার কাহালু সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১, কাহালু এলাকা-২ এর পরিচালক পদে নির্বাচনে কাহালু পৌরসভার সাবেক কাউন্সিলর মো. নজরুল ইসলাম কুদ্দুস (দোয়াত কলম) মার্কা ১ হাজার ২ শত ৫১ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বপন কুমার শীল (ছাতা) মার্কা পেয়েছেন ২ শত ৫১ ভোট। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে উৎসব মূখর পরিবেশে সকাল ৯টা হতে বিকেল ৪ টা পযর্ন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ৩৪ হাজার ২ শত ৬৪ জন ভোটারের মধ্যে ১ হাজার ৫ শত ১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরিচালক পদে ৬ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেন। নির্বাচনে রিটানিং অফিসারের দায়িত্ব পালন করেন পল্লী বিদ্যুাতায়ন বোর্ডের ডিডি শ্রী তরুন কান্তি রায়। পরিচালক পদে নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শন করেন এবং নির্বাচনের ফলাফল ঘোষনার সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান, বগুড়া পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর জিএম মনির উদ্দিন মজুমদার, সচিব হানিফ তালুকদার, বগুড়া পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি এ্যাডঃ আব্দুর রশিদ, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল করিম, কাহালু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ, বগুড়া পল্লীবিদ্যুৎ সমিতি-১ কাহালু জোনাল অফিসের ডিজিএম বিপ্লব কুমার পাল।