কাহালুর পাতানজো গ্রামের খেলার মাঠে ফুটবল খেলা বন্ধ ও আয়োজকের জরিমানা

188

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ করোনা রোধে ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে আবারও উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত রেখেছেন বগুড়ার কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান।
রোববার বিকেলে কাহালুর দূর্গাপুর ইউনিয়নের পাতানজো গ্রামের মাঠে সরকারি নির্দেশনা অমান্য করে পাতানজো সততা সংঘের আয়োজনে ফুটবল খেলা দিলে সংবাদ পেয়ে খেলার স্থানে গিয়ে এক্রিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান খেলা বন্ধ করে দেন এবং ভ্রাম্যমাণ আদালতে খেলার অয়োজকের ৩ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন কাহালু থানার এস আই নাজমুল হক সহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ ও ইউএনও’র নিরাপত্তা কর্মী আনসার বাহিনীর সদস্যবৃন্দ। উক্ত ফুটবল খেলায় প্রায় ৫/৬ হাজার দর্শক উপস্থিত ছিলেন।
এক্রিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান এর সাথে কথা বলে তিনি জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়নে কাহালুতে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে। কাহালুতে সরকারি নির্দেশনা বাস্তবায়নে জন্য অতীতের মতো সকলের সহযোগিতা কামনা করেন তিনি।