বগুড়ায় র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৮১৩৭ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ২

115

শাহজাহান আলীঃ স্টাফ রিপোর্টার;

বগুড়ায় ট্যাপেন্টাডল বিক্রির অভিযোগে উত্তরণ ফার্মেসির মালিক ও কর্মচারীসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

২৭ জানুয়াটি(বৃহস্পতিবার) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শহরের সাতমাথার খান মার্কেটের উত্তরণ ফার্মেসিতে অভিযান পরিচালনা করে ৮১৩৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উত্তরণ ফার্মেসির মালিক শাজাহানপুর উপজেলার মাদলা এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে আপেল মাহমুদ(৩২) এবং কর্মচারী সুজাবাদ এলাকার মোজাহার আলীর ছেলে নুরুজ্জামান ফকির(৩৮)।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার মোঃ সোহরাব হোসেন জানান, ওষুধ এর আড়ালে দীর্ঘদিন ধরে উত্তরণ ফার্মেসিতে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৮১৩৭ পিস ট্যাপেন্টাডলসহ আপেল ও নুরুজ্জামানকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত ফার্মেসির মালিক আপেল এবং কর্মচারী নুরুজ্জামানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।