দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে ওয়ারেন্ট ও মাদক বিক্রেতা সহ আটক ১১

166

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়া পুলিশের অভিযানে ওয়ারেন্ট ও মাদক বিক্রেতা সহ আটক ১১। গত ১০ই ফেব্রæয়ারী বৃহস্পতিবার আদমদিঘী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজরান রউফ এর দিক নির্দেশনায় দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী ও পুলিশ পরিদর্শক(তদন্ত) আব্দুর রশিদ এর তত্বাবধনে থানা অফিসার ও ফোর্সের সহায়তায় মাদক বিরোধী অভিযান সহ জি আর/ মামলা নং-১১৮/২০,৪৩/২১,২৪/১৬,৮৮/১৬/১২৮/২০৩।সিআর/ মামলা নং-২৭২/২১,এবং দু’টি মামলা নং-১৬২/৯৮,১৩০৯/১৬ ধারায় মামলা থাকায় ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতার করে।
গ্রেফতার কৃত আসামীরা হলো দুপচাঁচিয়া মন্ডলপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে আবু রায়হান,পালপাড়া এলাকার আনোয়ার ব্যাপারীর ছেলে আইয়ুব ব্যাপারী(৩৩),গোবিন্দপুর ইউনিয়নে পাড়াগ্রামের মৃত মফিজএর ছেলে ফজলু,দুপচাঁচিয়া সদর ইউনিয়নের সুখানগাড়ীর এলাকার মৃত-মোকবুল হোসেনের ছেলে আলমগীর হোসেন,একই এলাকার মৃত-আবুল হোসেনের ছেলে জাকির হোসেন,শহিদুল ইসলামের ছেলে এরশাদ আলী,আঃ মজিদের ছেলে শহিদুল ইসলাম,দুপচাঁচিয়া পৌর এলাকার বম্বুপাড়া এলাকার আঃ সাত্তারের ছেলে রবিউল ইসলাম,হেরুঞ্জ গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে আহেদুল@রাহেদুল,দুপচাঁচিয়া মাষ্টারপাড়া এলাকার মেসার্স শাহীন মৎস হিমাগার এর সত্বাধীকারী এনামুল হক শাহীন। এছাড়াও থানার এসআই রাশেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ একটি আভিযানিক দল দুপচাঁচিয়া থানাধীন তালোড়া বাজারে রাত ৬ টা ৪০ মিনিটে টহল অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে মেঘা ব্রীজে নীচে গাজাঁ বিক্রি করার সময় পুলিশি উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সাবলা গ্রামের সেকেন্দার আলীর ছেলে রানা(৩৭),কে আটক করে। আটক রানার কাছ থেকে ৯০ গ্রাম গাঁজা জব্দ করে।
১১ ফেব্রæয়ারী শুক্রবার সকল আসামীদেরকে বগুড়া কোর্ট হাজুতে প্রেরণ করে বলে দুপচাঁচিয়া থানার অফিসার হাসান আলী বিষয়টি নিশ্চিত করেন।