মাতৃভাষার সম্মান রক্ষার্থে সকলকে সজাগ থাকতে হবে- এসপি সুদীপ

85

প্রেস বিজ্ঞপ্তি

সোমবার বেলা ১২টায় বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে অত্র প্রতিষ্ঠান আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, ১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারী ভাষা আন্দোলনে সকল শহীদের আত্মত্যাগের সম্মান জানাতে হবে। যাদের আত্মত্যাগে এই বাংলা ভাষা রাষ্ট্র ভাষায় পরিণত হয়েছে। সালাম, রফিক, বরকত, শফিক সহ সকল শহীদের রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। সেই আন্দোলনে সূচি হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার আন্দোলন। তারপর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীন বাংলাদেশ। আমাদের সকলকে আমাদের মাতৃভাষা, স্বাধীনতা ও সার্বভৌম রক্ষায় নিয়োজিত থাকতে হবে। ভাষা আন্দোলনের চেতনার মধ্যে দিয়ে আমাদের প্রকৃত মূল্যবোধ নিয়ে এগোতে হবে। আমাদের সকলকে মাতৃভাষার প্রতি সর্বদা শ্রদ্ধাশীল থাকতে হবে। মাতৃভাষার যেন কোন অবমাননা না হয় সে বিষয়েও সচেষ্ট সজাগ থাকতে হবে। আমরা একমাত্র জাতি যারা মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছি। বাংলা ভাষার দাবিতে গড়ে উঠেছিল আন্দোলন। সেখান থেকে জন্ম হয়েছিল বাংলাদেশ নামক ভূখÐের। ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছিল। সেই স্বাধীন দেশে আমরা সুখী ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছি। আমাদের সকলকে বাংলা ভাষা, নিজের ভাষার প্রতি সহমর্মিতা, আনুগত্য, ভালবাসা সম্মান থাকতে হবে, তাহলে অন্য কোন ভাষার প্রতি সম্মান ও শিখা সহজ হয়ে উঠবে। রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদে এই বগুড়ার সন্তানরাও অংশ নিয়েছিল। সর্বদলীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদের ১১ জনের ৩ জন ছিলেন বগুড়ার সন্তান। নিজেদের সজাগ থাকতে হবে মাতৃভাষার সম্মান রক্ষার্থে।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদাৎ আলম ঝুনুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাখেন সহকারী প্রধান শিক্ষক ইয়াসমিন সুলতানা, কলেজ শাখা শিক্ষক প্রতিনিধি শহিদুল ইসলাম, প্রভাষক মাহমুদুল হাসান মামুন, সিনিয়র সহকারী শিক্ষক ফেরদৌস আলম, প্রাথমিক শাখার শরমিলা আকতার, মইনুল ইসলাম, সোনার উদ্দিন, নিখিল চন্দ্র বর্মন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক এসএম সালাউদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত রচনা, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ করেন। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিক্ষার্থী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন ও অনুষ্ঠানে এসময় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।