ঐতিহাসিক মহাস্থানগড়ে বৈরাগীর ভিটায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খনন কাজের উদ্বোধন

99

এস আই সুমনঃ স্টাফ রিপোর্টার,বগুড়াঃ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারনে দীর্ঘ দিন বন্ধ থাকার পর বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়ে প্রত্নসম্পদ সংরক্ষণ, প্রদর্শন ও প্রাপ্ত পূরাকীর্তির ইতিহাস ঐতিহ্য খুঁজে বের করা ও গবেষনার উদ্দেশ্যে আবার খনন কার্যের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে মহাস্থানগড়ের ঢিবির উপর অবস্থিত বৈরাগীর ভিটা নামক স্থানে রাজশাহী ও রংপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও উক্ত খননের ফিল্ড ডাইরেক্টর ড.মোছাঃ নাহিদ সুলতানা এ খনন কার্যের শুভ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘরের কাস্টোডিয়ান ও উক্ত খনন দলের দলনেতা রাজিয়া সুলতানা এবং সদস্য প্রধান নকশা অঙ্কনকারী মোঃ আফজাল হোসেন মন্ডল, আলোকচিত্রকর মোঃ আবুল কালাম আজাদ, সার্ভেয়ার মোঃ মুরশিদ কামাল ভূঁইয়াএবার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিজস্ব উদ্যেগে এ খনন কাজ চলবে বলে জানা গেছে। আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা জানান, ১৯৩৪-১৯৩৬ সালে ভারতীয় প্রত্নতত্ত্ববিদ কে এন দীক্ষিত প্রথমবার ঐতিহাসিক এ বৈরাগীর ভিটায় খনন কাজ শুরু করেছিলেন। সরজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ১৫-১৬ জন শ্রমিক খনন কাজ করছেন। এক মাসব্যাপী এ খনন কাজে প্রতিদিন প্রায় ১৫-২০ জন শ্রমিক নিয়মিত কাজ করবেন। দেখা যায় শ্রমিকরা খনন কাজে দেশীয় যন্ত্র খাইতি, কুর্নি ও কোদাল ব্যবহার করছেন। পরিচালক ড. নাহিদ সুলতানা আরো জানান খনন কাজ সম্পন্ন হলে মার্চের শেষে প্রত্নতত্ত্ব অধিদপ্তের তত্ত্বাবধানে মহাস্থানগড়ে পুরাকীর্তির উপর একটি প্রদর্শনীর আয়োজন করা হবে।