নানা কর্মসূচির মধ্য দিয়ে দুপচাঁচিয়ায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

93

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ
মুজিব শতবর্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দুপচাঁচিয়ায় ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস পালিত হয়।গত ৭ই মার্চ সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা ভবন চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্প স্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, দুপচাঁচিয়া থানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, দুপচাঁচিয়া পৌরসভা, নেসকো, পল্লী বিদ্যুৎ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির এর সভাপতিত্বে ও সাবেক ব্যাংকার সাংবাদিক আজিজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) আবু সালেহ মোঃ হাসনাত, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম মুন্না প্রমুখ। আলোচনা সভার শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভা শেষে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের সন্বয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এছাড়াও এদিন ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার, বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টেরী প্রদর্শন করা হয়।