বগুড়া সদরের নামুজায় মহিলা মেম্বার-কে যৌন নিপীড়নের অভিযোগে দুইজন ইউপি সদস্য আটক

112

ইমরানুল হকঃ ১৫ মার্চ (মঙ্গলবার) বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়ন পরিষরদের সংরক্ষিত মহিলা মেম্বার-কে যৌন নিপীড়নের অভিযোগে দুইজন ইউপি সদস্যর বিরুদ্ধে মামলা অতঃপর পুলিশ কর্তৃক আটক করা হয়েছে। জানা যায়, নামুজা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার মোছাঃ খায়রন বাদী হয়ে একই ইউপির ৪নং ওয়ার্ড ইউপি সদস্য রুবেল হোসেন ও ৩নং ওয়ার্ড ইউপি সদস্য বজলুর রহমান-কে আসামী করে বগুড়া সদর থানায় যৌন নিপীড়নের অভিযোগ করে। উক্ত ঘটনায় নামুজা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম সহ সকল সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে বিষয়টি মিমাংশার জন্য দফায় দফায় দেন দরবার করে। এসময় অগণিত উৎসক জনতা উত্তেজিত হয়ে পড়ে ও বিচারের দাবীতে হই চৈই করতে থাকে। এ সংবাদ বগুড়া সদর থানা পুলিশকে জানানো হয়। সংবাদ পেয়ে বগুড়া সদর থানার এসআই মন্তাজ ১৪ মার্চ (সোমবার) রাতে নামুজা ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে অভিযুক্ত দুইজন ইউপি সদস্যকে থানায় নিয়ে যায়। উক্ত ঘটনায় মহিলা মেম্বার খায়রন বাদী হয়ে বগুড়া সদর থানায় যৌন নিপীড়ন করার অভিযোগে ইউপি সদস্য রুবেল হোসেন ও বজলুর রহমানকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্ত দুইজন ইউপি সদস্যকে পুলিশ জেল হাজতে প্রেরণ করেন। এ ব্যাপারে নামুজা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাস রফিক, জানান অপরাধীর কোন ছাড় নেই। বগুড়া সদর থানার এসআই মন্তাজ জানান, আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, মহিলা মেম্বারের মামলায় দুইজন ইউপি সদস্যকে আটক করতে সক্ষম হয়েছি।