দুপচাঁচিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় উদ্বোধন

94

উজ্জ্বল চক্রবর্ত্তী শিশির,দুপচাঁচিয়া(বগুড়া)থেকেঃ
বগুড়ার দুপচাঁচিয়া ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সারাদেশের ন্যায় সাশ্রয়ী মূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ(টিসিবি) পণ্য বিক্রয়ের শুভ উদ্বোধন। গতকাল ২০ই মার্চ রবিবার সকাল ১০ ঘটিকায় দুপচাঁচিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর নিজ উদ্যোগে ১ কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য ১ম পর্যায়ে বিক্রয়ের জন্য উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির এর তত্বাবধায়নে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি মোঃ আমিনুর রহমান,উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম আশরাফুল আরেফিন, ট্যাগ অফিসার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মামুন প্রমুখ।
এদিন দুপচাঁচিয়া পৌরসভা ও তালোড়া পৌরসভায় চারজন টিসিবির ডিলারের মাধ্যমে ২ হাজার ৪শ জন কার্ডধারী নি¤œ আয়ের পরিবারের মাঝে এ পণ্য বিক্রয় করা হয়। দুপচাঁচিয়া উপজেলায় মোট ১১ হাজার ২শ ৯৫টি নি¤œ আয়ের পরিবারের মাঝে টিসিবির এ কার্ড বরাদ্দ দেয়া হয়েছে।