শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত ৬

111

শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধি: শাজাহানপুরের বগুড়া-নাটোর মহাসড়কে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় গোলাপী বেগম (৯০) নামের এক বৃদ্ধার মৃত্যু সহ অন্তত ৬/৭ জন লোক আহত হয়েছেন। নিহত গোলাপী বেগম উপজেলার জগন্নাথপুর গ্রামের আবু সাঈদ মন্ডলের স্ত্রী। ২৩ মার্চ বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলার বীরগ্রাম বাজার এলাকাই এ দূর্ঘটনা ঘটে।
জানাগেছে; সরদার হাট বালিকা উচ্চ বিদ‍্যালয় গোবিন্দগঞ্জ গাইবান্ধা হতে পিকনিকের উদ্দেশ্যে ছেড়ে আসা মাসুদ পরিবহন রংপুর জ-১১০০৪৩ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা তিনটি ব্যাটারি চালিত যান, একটি সিএনজি বগুড়া খ-১১-১৪০৪ এবং একটি প্রাইভেট কার ঢাকা মেট্রো-গ-১৫৩৭৩৭ কে চাপা দিলে গাড়িগুলো দুমড়ে-মুচড়ে যায়। এ দুর্ঘটনায় গোলাপী বেগম ঘটনাস্থলেই মারা যান এবং অন্তত ৬/৭জন গুরুতর আহত হন এবং স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়েছে। ঘাতক বাসের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে এবং হতাহত যান গুলো কুন্দারহাট হাইওয়ে পুলিশ ক‍্যাম্পের হেফাজতে নেয়া হয়েছে। শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত বৃদ্ধার লাশ ময়নাতদন্তের পর স্বজনদের হাতে হস্তান্তর ও আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।