নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বগুড়ায় জাতীয় পার্টির মানববন্ধন

215

স্টাফ রিপোর্টার রাশেদ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়জনীয় দ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বগুড়া সদর উপজেলা জাতীয় পার্টি। বুধবার (২৩ মার্চ) বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী শহরের সাতমাথা চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি এইচ এম ইকবাল এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম ওমর। যুগ্ন আহবায়ক শামসুল আলম তালুকদার, ফজলে রহিম সাজু, আব্দুল আলিম, যুগ্ন-সদস্য সচিব লুৎফর রহমান, জাতীয় পর্টির কেন্দ্রীয় সদস্য আবদুস সালাম বাবু, এমএ গণি সরকার, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শহিদ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সুইট, শরিফুল ইসলাম বাবু, আজিজ আহমেদ রুবেল, সানাউল্লাহ সানা, আবু তাহের, মাকসুদ, সুলতান, সাইরুল, আবু সাঈদ, মহিলানেত্রী শিল্পী প্রমূখ। ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলা জাতীয় পার্টির নেতাকর্মীসহ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণের জীবন দুর্বিষহ করে তোলা হয়েছে। একদিকে সরকার বারবার জ্বালানী তেল, বিদ্যুৎ ও পানির দাম বাড়াচ্ছে। অন্যদিকে সরকারের প্রশ্রয়ে পুঁজিপতি শ্রেণি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল বাড়িয়ে চলছে। চাল, ডাল, তেলসহ সব কিছুর দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। এ অবস্থা চলতে পারে না। এ সময় বক্তারা বর্তমান সরকারের নানা সমালোচনা করে দ্রুত সকল ধরনের পণ্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণ করার আহবান জানান। সরকার দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে আনতে না পারলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দেন তারা।।