চলনবিলের আত্রাই নদী কচুরিপানায় পূর্ণ থাকায় জন দূর্ভোগ চরমে

125

এ এইচ খোকন চলনবিল প্রতিনিধিঃচলনবিল অধ্যুষিত নাটোর, পাবনা ও সিরাজগঞ্জের ৯টি উপজেলার মধ্যে ছোট বড় ১৬টি নদী বিদ্যমান৷চলনবিলের আত্রাই নদী ভৌগলিক কারনে গুরুত্বপূর্ণ একটি নদী৷

চলনবিলের প্রাণ আত্রাই নদী কচুরিপানায় পরিপূর্ণ হয়ে এখন তা এলাকাবাসীর দূর্ভোগের কারণ হয়ে দাড়িয়েছে৷ কচুরিপানায় পরিপূর্ণ পানি পচে যাওয়ায় নদীর দুই পাড়ের কয়েক লাখ মানুষ গরু মহিষ গোসল ও ফসল পারাপার করতে পারছে না । পানি দুষিত হয়ে নানা ধরনের পানিবাহিত রোগ ছড়াচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়,উজান থেকে নেমে আসা ঢলের পানির সাথে ভেসে আসা কচুরিপানা নদীটিকে গ্রাস করে ফেলায় ছোট নৌকাও চলাচল করতে পারছে না৷ বর্ষা মৌসুম আসার আগেই দেখা দিয়েছে জলাবদ্ধতা।
এ ব্যাপারে খুবজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম দোলন জানান, আত্রাই নদী কচুরিপানায় পূর্ণ থাকায় চলনবিল এলাকার কয়েক লাখ লোকের জীবন-জীবিকায় প্রভাব ফেলেছে৷ কৃষি নির্ভরশীল চলনবিল এলাকার জনসাধারণের সুবিধার্তে কচুরিপানা মুক্ত করে অবাধে পানি প্রবাহের জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি।