বগুড়ায় অর্থ আত্নসাতের সাজাপ্রাপ্ত আসামী ঢাকা থেকে গ্রেফতার

69

এস আই সুমন,স্টাফ রিপোর্টার,বগুড়াঃ

এক বছর সাজার ভয়ে পাঁচ বছর ধরে আত্মগোপনে ছিলেন বগুড়ার ব্যবসায়ী আলহাজ্ব মো. মাহবুবুল আলম (৬০)।

তাকে ঢাকা থেকে গ্রেফতার করেছে বগুড়া সদর থানা পুলিশ।

রবিবার (২৯ মে) বিকেলে মাহবুবুল আলমকে আদালতে হাজির করা হলে তাকে জেল হাজতে পাঠনো হয়।

মাহবুবুল আলম বগুড়া শহরের লালমাটি ঘাট বড়গোলা এলাকায় রড সিমেন্ট ব্যবসায়ী ছিলেন। মেসার্স হাজী মোঃ বাবলু নামে তার প্রতিষ্ঠান ছিল।

বিভিন্ন ব্যাংক, আর্থিকপ্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে দেড় কোটি টাকা আত্মসাৎ করেন তিনি। এরপর ২০১৭ সালে প্রতিষ্ঠান ফেলে রেখে নিরুদ্দেশ হন। তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের ৪টি মামলা দায়ের হয়। এর মধ্যে ঢাকা ব্যাংকের ১টি মামলায় তাকে ১ বছর কারাদণ্ড ৮০ লাখ টাকা জরিমানা করা হয়। এরপর থেকেই পুলিশ তাকে খুঁজছিলেন।

দীর্ঘ ৫ বছর পর তথ্য প্রযুক্তির মাধ্যমে পুলিশ তার অবস্থান শনাক্ত করে। এরপর বগুড়া সদর থানার এসআই জাকির আল আহসানের নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার (২৮ মে) রাতে অভিযান চালান ঢাকার ফার্মগেট এলাকায়।সেখানে ভাড়া বাসায় তিনি পরিবার নিয়ে বসবাস করছিলেন গত ৫ বছর ধরে।
এসআই জাকির আল আহসান জানান, সাজাপ্রাপ্ত আসামি মাহবুবুল আলমকে গ্রেফতারের পর বগুড়ায় আনা হয়। তার নামে আরো তিনটি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে।