বগুড়ায় করতোয়া শ্মশানঘাট কমিটির অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন

120

স্টাফ রিপোর্টার রাশেদ
বগুড়া সদর উপজেলার মগলিশপুর সার্বজনীন করতোয়া শ্মশানঘাট কমিটির অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১২ আগষ্ট) রাতে শহরতলীর বিসিক শিল্প নগরীর পূর্ব পার্শ্বে মগলিশপুর রাধা-গোবিন্দ মন্দির সংলগ্ন এ কার্যালয়ের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল। এর আগে শ্মশানঘাট কমিটির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় কমিটির সদস্যবৃন্দ। শ্মশানঘাট কমিটির সভাপতি অতুল চন্দ্র দাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজাবাজার আড়ৎদার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও বগুড়া পূজা উদযাপন পরিষদ পৌর শাখার সভাপতি পরিমল প্রসাদ রাজ, বগুড়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাজু হোসেন পাইকাড়, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মূক্তি বেগম, ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর টিপু সুলতান টিপু। প্রত্যাশা কিন্ডার গার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ও শ্মশানঘাট কমিটির অন্যতম সদস্য পার্থ প্রতিম মোহন্তের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা শ্রমিকলীগের আহবায়ক রফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ইউপি সদস্য এনামুল হক প্রমুখ। এছাড়াও মগলিশপুর রাধা-গোবিন্দ মন্দির ও শ্মশানঘাট কমিটির সকল সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।।