ইউএনও’র উদ্যোগে দুপচাঁচিয়ায় বধ্যভূমি সংস্কার কাজের উদ্বোধন

97

নিজস্ব প্রতিবেদক,দুপচাঁচিয়া(বগুড়া) ঃ
১৯৭১সালে মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের দ্বারা নির্মমভাবে মুক্তিকামী বাঙালীদের হত্যা করে দুপচাঁচিয়া উপজেলার সদর ইউনিয়নের পদ্মপুকুর এলাকায় মাটিচাপা দিয়েছিল। উক্ত স্থানে শহীদদের শ্রদ্ধার জন্য ২০১১সালে উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লবের তত্বাবধানে বধ্যভূমি নির্মান করা হয়েছিল। মুক্তিযুদ্ধের এ স্মৃতিকে স্মরণীয় ও আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনাতে উদ্বুদ্ধ করতে নবনিযুক্ত বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম এর নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী এই বধ্যভূমিটি সংস্কার সহ আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করেন এবং বধ্যভূমির আশপাশ এলাকা পরিস্কার পরিচ্ছন্ন রাখতেও তিনি উদ্যোগ গ্রহণ করেন। এ সংস্কার ও আধুনিকায়ন কাজের গত ২৮ডিসেম্বর বুধবার দুপুরে উদ্বোধন করা হয়েছে। এ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, বীরমুক্তিযোদ্ধা সুজ্জাদ আলী, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।