দুপচাঁচিয়ায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

58

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক(অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় ১৭জুন শনিবার বিকালে দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্ণামেন্টের ফাইনাল খেলায় টাইব্রেকারে দুপচাঁচিয়া পৌরসভা ৩-০ গোলে দুপচাঁচিয়া সদর ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এ উপলক্ষে এক পুরস্কার বিতরনী সভা উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীর সভাপতিত্বে ও সাবেক ব্যাংকার আজিজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নুরুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) রূপম দাস, দুপচাঁচিয়া পৌর মেয়র জাহাঙ্গীর আলম, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, সদর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রফি ও পুরুস্কার তুলে দেন অতিথিবৃন্দ। খেলা পরিচালনা করেন রেজাউল করিম স্বপন। তাকে সহযোগিতা করেন রোস্তম আলী, সাজ্জাদ হোসেন ও আয়নাল হক। খেলায় ধারাভাষ্য প্রদান করে শ্রাবণ আহম্মেদ মজনু।