দুপচাঁচিয়ায় নাশকতার প্রস্তুতিকালে ৫ জামাত নেতা বিস্ফোরক দ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক

74

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধি,
বগুড়ার দুপচাঁচিয়ায় নাশকতা প্রস্তুতিকালে ৫ জামাত নেতা বিস্ফোরক দ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক।
এ ব্যাপারে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি)আবুল কালাম আজাদ জানান,১৬ আগষ্ট বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে বগুড়া নওগাঁ মহাসড়ক দুপচাঁচিয়া থানাধীন চৌমুহনী বাস স্ট্যান্ড বাজার এলাকায় স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল জামাত ইসলামি বাংলাদেশ সংগঠনের কিছু দলীয় নেতাকর্মী দেশীয় অস্ত্রস্বস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি নিয়ে তারা গোপন বৈঠক করছিল।দুপচাঁচিয়া থানার একটি চৌকস পুলিশ দল রাত্রিকালী সেখানে অবস্থান করে ৫ জামাত নেতা ও বিস্ফোরক দ্রব্য সহ আটক করে। আটকৃত জামাত নেতারা হলেন,তালরা ইউনিয়নের আলতাব নগর বাজারে মৃত-খোরশেদ আলীর ছেলে মনছুর আলী(৬০)(উপজেলা আমির)দুপচাঁচিয়া পৌর এলাকার সরদারপাড়া মহল্লার মৃত -সমেজ উদ্দিনের ছেলে ওমর আলী(৫৮).(বর্তমানে উপজেলা নায়েবে আমির).(গোবিন্দপুর ইউনিয়নের আমির) মৃত- আশরাফ আলীর ছেলে ফাছিহুল ইসলাম(৪৫).সাং- চৌমুহনী বাজারস্থ এলাকায়,জিয়ানগর ইউনিয়নে বেড়া গ্রাম বাজারের মৃত -মজিবুর রহমানের ছেলে ফরিদ উদ্দিন(৪২).(জামাত কর্মী), গুনাহার ইউনিয়নের কেউৎ গ্রামের আব্দুল মজিদ মন্ডলের ছেলে আবু মুসা (২৭).বর্তমানে শিবির কর্মী বলে প্রাথমিকভাবে জানা যায়। আটক জামাত নেতাদের কাছ থেকে ১৮টি বাঁশের লাঠি, ৫ব্যাগ পাথর ও চারটি ককটেল সদৃশ্য বস্তু সহ উদ্ধার করা হয়।
আটক আসামিদের বিরুদ্ধে দুপচাঁচিয়া থানা মামলা নং-১২,সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯(২০১৩)রুজু করে বগুড়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।