দুপচাঁচিয়া উপজেলার অফিস সহায়ক জাহাঙ্গীরকে হত্যার চেষ্টায় ১ জন সহ আটক ৫

53

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি,
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সরকারি দপ্তরের অফিস সহায়ক জাহাঙ্গীর (৩৮).কে হত্যার চেষ্টায় ১জন সহ আটক ৫
১৬ আগষ্ট বুধবার সকাল সাড়ে দশ ঘটিকায় দুপচাঁচিয়া উপজেলা পরিষদের সরকারি দপ্তরের অফিস কক্ষে ঢুকে জাহাঙ্গীরকে(৩৮)কে বার্মিজ চাকু দিয়ে এলোপাথাড়ি ভাবে আঘাত করিতে থাকলে তার চিৎকারে বিভিন্ন দপ্তরের অফিস সহায়ক ও পিওন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক ইসমাইল(২৬)কে বার্মিজ চাকু সহ আটক করে।আটক ইসমাইল দুপচাঁচিয়া পৌরসভার এলাকার সরদার পাড়ার মহল্লার ইব্রাহিম সরদারের ছেলে।
ঘটনার বিবরণে জানা যায় যে,অফিস সহায়ক জাহাঙ্গীর একই মহল্লার মোবারক আলীর ছেলে,এদের দুই জনের পরিবারের মধ্যে পূর্বের পারিবারিক কলহের জের ধরে ঘাতক ইসমাইল উক্ত জাহাঙ্গীরকে হত্যার চেষ্টার জন্য উপজেলা পরিষদে সরকারি দপ্তরে ঢুকে এলোপাথারি ভাবে আঘাত করে,এরপর জাহাঙ্গীর চিৎকার করলে অফিস সহায়ক ও পিয়ন রা এসে রক্তে ভেজা জাহাঙ্গীরকে নিয়ে তাৎক্ষণিক দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফাত করেন।এরপর দুপচাঁচিয়া থানা খবর দিলে ধৃত- আসামী ইসমাইলকে থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি)আবুল কালাম আজাদ জানান হত্যা চেষ্টা আসামী ইসমাইলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে,
এছাড়াও দুপচাঁচিয়া থানার মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদকসহ ৩ জনকে গ্রেপ্তার করে।গ্রেফতারকৃত আসামিরা হলো আক্কেলপুর থানার গুডুম্বা গ্রামের মকবুলের ছেলে মোহন(২৬).দুপচাঁচিয়া থানাধীন তালোড়ার সরাঞ্জাম বাড়ির মৃত-ওছির আলীর আকন্দর ছেলে আকন্দ (৫৫).কাহালু থানার পিপড়া গ্রামের আশরাফ আলীর ছেলে চান মিয়া (৪৫).এদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
এ বাদে ফৌজদারী কার্যবিধি ১৫১ ধারায় দুইজনকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার ১৭ আগষ্ট সকল আসামিদেরকে বগুড়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।