দুপচাঁচিয়া থানা পুলিশ তথ্যপ্রযুক্তি সহায়তায় ইজিবাইক ছিনতাইকারীর ৩ জন আসামীকে গ্রেফতার করে

46

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধি,
দুপচাঁচিয়া থানা পুলিশ তথ্যপ্রযুক্তি সহায়তায় ইজি বাইক ছিনতাইকারীর ৩ জন আসামীকে গ্রেফতার করে।
এ ব্যাপারে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আবুল কালাম আজাদ জানান গত ১৮ জুলাই দুপচাঁচিয়া পাল পাড়ার এলাকার দিলীপ চন্দ্র মহন্তর ছেলে (নব মুসলিম)মুন্না (৩৭).১লক্ষ ৮৫হাজার টাকা দিয়ে ফিউচার মটরস শো রুম থেকে কিস্তিতে একটি ইজি বাইক ক্রয় করে দুপচাঁচিয়া থানাধীন চৌমুহনী,সাহার পুকুর ও তালোড়া বাজার এলাকা সহ ইজি বাইক চালায় জীবিকা নির্বাহ করে।গত ১৮ই আগষ্ট অনুবাদ নয়টার দিকে দুপচাঁচিয়া বাজারে কয়েকজন যাত্রী নিয়ে সাহার পুকুর বাজারের শ্রীপুর গ্রামের যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে ২/৩ জন যাত্রী আমাকে হাত-পা বেঁধে খালের পাশে ফেলে দেয়।ঘটনাস্থলে রাস্তা দিয়ে লোকজন যাতায়াত কালে আমার ছটফটি তে লোকজন এগিয়ে এসে উদ্ধার করে হাত পায়ের বাধন খুলে দেয়,এরপর আমার কাছ থেকে বিস্তারিত ঘটনা শুনে দুপচাঁচিয়া থানা পুলিশকে খবর দিলে অনেক খোঁজাখুঁজি করেও ইজিবাইক পাওয়া যায় নি মর্মে দুপচাঁচিয়া থানা একটি এজাহার দায়ের করা হয়।এজাহানের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার
সহায়তা দুপচাঁচিয়া থানার চৌকোজ পুলিশ কর্মকর্তা এস আই এরশাদ আলী ফোর্স সহ ২৭ আগস্ট রবিবার সকাল ১০ ঘটিকায় সৈয়দপুর জেলা সদর হইতে মনিউল হোসেন সবুজ(২৭)আটক করে।আটক সবুজের দেওয়া তথ্যে আমজাদ হোসেন রাজু(৩৮) ও কাহালু থানার এলাকার তিন নম্বর আসামীকে ধরতে সক্ষম হয়।
উক্ত আসামীদের বিরুদ্ধে মামলা নং -২১,ধারা -৩৯৪ /৩৪ পেনাল কোড মামলা রুজু করে বগুড়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন।