দুপচাঁচিয়ায় দুর্গা পূজার প্রতিমা তৈরীর কাজ চলছে পুরোদমে

47

উজ্জ্বল চক্রবর্তী শিশির দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার দুপচাঁচিয়ায় হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পুজো উপলক্ষে প্রতিমা তৈরি কাজ চলছে পুরোদমে। আগামী ১৪ ই অক্টোবর শনিবার মহালয়ার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হবে।এবার সারাদেশের মতো বগুড়ার দুপচাঁচিয়া উপজেলাতে প্রতিমা তৈরীর কাজে ব্যস্ত মৃৎ- শিল্পের কারিগরেরা। দুপচাঁচিয়া উপজেলা পূজা কমিটি সূত্রে জানা যায় আগামী ১৪ ই অক্টোবর শনিবার মহালয়া এর মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু,তবে আনুষ্ঠানিকতা শুরু হবে ২০ অক্টোবর শুক্রবার ষষ্ঠী পূজার ও ২৪ অক্টোবর মঙ্গলবার বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।দুপচাঁচিয়া উপজেলায় এবার ৪২ টি পূজা মন্ডবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রায় সব মণ্ডপেই দিন,ক্ষন,সময় যতই গড়িয়ে যাচ্ছে পূজা কমিটির সহ প্রতিমা তৈরি শিল্পীদের ততই ব্যস্ততা বেড়ে চলছে। সরজমিনে দুপচাঁচিয়া পৌরসভার টাউন বারোয়ারী পূজা মন্ডপের প্রতিমা তৈরীর কাজে নিয়োজিত শিল্পী দিলীপ চন্দ্র মালাকারের সঙ্গে কথা বলে জানান এই মন্ডপে কয়েক বছর ধরে প্রতিমা তৈরির কাজ করছেন। এর পাশাপাশি আমি এবার আটটি প্রতিমার কাজ হাতে নিয়েছি। প্রতিবারই প্রতিমা সহ সাজশয্যায় নতুনত্ব আনার চেষ্টা করি যাতে মা-রুপী দেবী দুর্গা সন্তুষ্ট হলে দেশ ও জাতির মঙ্গল বয়ে আনবে।শাস্ত্রমতে দেবী দুর্গা এবার ঘোড়াই(ঘটক)চোড়ে আগমন করবেন এবং ঘোড়াই চড়ে কৈলাশে ফিরবেন।এ-বছর ২০ অক্টোবর শুক্রবার ষষ্ঠী পূজোর বোধনের ঘট স্থাপন,২১ অক্টোবর শনিবার সপ্তমী,২২ অক্টোবর রবিবার মহা-অষ্টমী,২৩ অক্টোবর সমোবার মহা-নবমী ও ২৪ অক্টোবর মঙ্গলবার পরেছে বিজয়া দশমী। তাই মা দেবী দুর্গার আগমন ঘোড়ায় অর্থাৎ(ঘটক)এ,
২৪ অক্টোবর মঙ্গলবার মা রুপী দেবী দুর্গা পুত্র কন্যা সহ কৈলাশে ফিরবেন ঘোড়ায়(ঘটক)পিঠে।
শাস্ত্রমতে দেবী দুর্গা যদি ঘটকে(ঘোড়ায়) চড়ে আসেন এবং ঘটকে(ঘোড়ায়)চড়ে বিদায় নেন তার ফল জগৎ-সংসারে খুব ভালো হয় না অর্থাৎ রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা বৃদ্ধি পায় ফলে রাষ্ট্রে হানাহানি ও জগৎ সংসারের অস্থিরতা দেখা দেয়।এবার আমাদের উচিৎ মা-রুপী দেবী দুর্গার কাছে শ্রদ্ধা ভরে এ জগৎ পৃথিবীর সকল মানুষের জন্য মঙ্গল ও আশীর্বাদ প্রার্থনা করা।