দুপচাঁচিয়ায় শেখ রাসেল এর ৬০তম জন্মদিন উদযাপিত

43

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক, নির্মল, দুর্জয়’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে শেখ রাসেল এর ৬০তম জন্মদিন নানা কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। কর্মসূচীর মধ্য ছিল উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য র‌্যালি, কেন্দ্রীয়ভাবে আয়োজিত দিবসের মুল অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার ও আলোচনা সভা। এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) লিজা আক্তার বিথী, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, উপজেলা প্রকৌশলী রুবেল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ শাহ, দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন, উপজেলা প্রেসকাবের কোষাধ্যক্ষ অরবিন্দ কুমার দাস, শিক্ষার্থী তাসফিয়া জিন্নাত নাবিলা, জুবাইর হক, স্পৃহা পাল, আতিরা তাসনিম প্রমুখ। সভা শেষে শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর স্বীকৃতিস্বরূপ ৩টি শিক্ষা প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রতিযোগিতায় বিজয়ী ৩শিক্ষার্থীকে পুরুস্কৃত করা হয়। এসময় বীরমুুক্তিযোদ্ধাগণ, জনপ্রতিনিধি, আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।