সান্তাহার রেল গেইট থেকে এক মহিলা চোর গ্রেফতার

52

সজীব হাসান, আদমদিঘী( বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশন এলাকার পশ্চিম রেলগেট থেকে গতকাল শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭:১০ মিনিটের সময় সান্তাহার পশ্চিম রেলগেট থেকে এক মহিলার ভ্যানটি ব্যাগের চেন খুলে চুরির সময় বাদি ও স্থানীয়রা এক মহিলা চোরকে ধরে ফেলেন। এর পর চোরকে স্থানীয়রা সান্তাহার রেলওয়ে থানার পুলিশের কাছে সোপর্দ করেন। গ্রেফতারকৃত চোর বগুড়া জেলার আদমদিঘী থানার সান্তাহার ইয়ার্ড কলোনি এলাকার বাদশা মিয়া স্ত্রী সুমি বেগম (৩৫)। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে। সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক নরেশ চন্দ্র সরকার জানান গত শনিবার সন্ধ্যা ৭:১০ মিনিটে সান্তাহার রেলওয়ে জংশন এলাকার পশ্চিম রেলগেট থেকে একটি মহিলার ভেন্টি ব্যাগের চেইন খুলে চুরির চেষ্টা কালে এক মহিলাকে ধরে ফেলেন। ব্যাগ চুরি করার সময় বাদী ও স্থানীয় জনতা উল্লেখিত চোরকে হাতেনাতে আটক করার পর রেলওয়ে থানায় সোর্পদ করেন। সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক নরেশ চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত চোরের বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় একটি চুরি মামলা দায়ের করে বগুড়া কোর্টে প্রেরণ করেছেন।