দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৮ বগুড়া-৩(দুপচাঁচিয়া – আদমদীঘি) এলাকা বাবার মনোনয়ন বৈধ ও ছেলে স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন বাতিল

37

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এলাকা ৩৮ বগুড়া-৩(দুপচাঁচিয়া -আদমদিঘী)নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের আদমদিঘী উপজেলার সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজুর মনোনয়ন বৈধ হলেও একই উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তারই ছেলে স্বতন্ত্র প্রার্থী খান মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী মনোনয়ন বাতিল করা হয়েছে বলে রবিবার ৩ রা ডিসেম্বর সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার অফিসে মনোনয়ন বাছাই কৃত তথ্যে জানানো হয়। এক শতাংশ ভোটারদের তথ্যের গড়মিল থাকায় খান মেহেদির মনোনয়ন বাতিল বলে ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ সাইফুল ইসলাম।
এ বিষয়ে খান মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে একশতাংশ ভোটারদের তথ্য দিয়েছিলাম। সেখানে ১০ জনের মধ্যে ২ জনের তথ্যের গরমিলের কথা জানিয়ে মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে আপিল করব।