টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৩

168

অনলাইন ডেস্ক
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় এক নারী আহত হয়েছেন।

বুধবার (১৯ মে) সকাল ৬টায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন-আখাউড়ার নুরপুর গ্রামের গণি মিয়ার ছেলে মাইক্রোবাসচালক হাসান, তুলা বাড়ি গ্রামের সালাম মিয়ার ছেলে চালকের সহকারী ইমন এবং যাত্রী জয়পুরহাটের পিয়ারী গ্রামের এমদাদুলের ছেলে গোলাম মাওলা শামীম।

এ দুর্ঘটনায় নিহত শামীমের স্ত্রী আহত হয়েছেন। তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

গোড়াই হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফফর হোসেন জানান, উপজেলার পাকুল্লার মহাসড়কের ঢাকামুখী লেনে একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে ছিলো। এ সময় ঢাকাগামী একটি মাইক্রোবাস (হায়েস) কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রীসহ তিনজন নিহত হন। আহত হয় এক নারী।