দুপচাঁচিয়ায় পুলিশের অভিযানে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধারসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ৩ জন

95

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি।
বগুড়া দুপচাঁচিয়া পুলিশের বিশেষ অভিযানে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার সহ বিভিন্ন মামলায় গ্রেফতার ৩ জন।
২৭ আগস্ট রবিবার পৌনে ছয়টার দিকে দুপচাঁচিয়া থানাধীন জিয়ানগর ইউনিয়নে বিসা গ্রামস্থ হইতে মোটরসাইকেল সহ ১জনকে গ্রেফতার করে।গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া থানার এস আই নিয়ামান নাসির ফোর্স সহ ভিসা বাজারে একটি সঙ্ঘবদ্ধ দল চোরাই মোটরসাইকেল বেচা কেনার সময় পুলিশ সেখানে উপস্থিত হলে ১০০ সিসি লাল -সাদা রংয়ের DAYANG- CDI.যাহার রেজিঃবগুড়া হ-১২-১৫৬৭ মডেলের মোটরসাইকেল উদ্ধার সহ ১ জনকে গ্রেপ্তার করলে অন্যান্যরা পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামী হলো দুপচাঁচিয়া থানা ধীন জিয়ানগর ইউনিয়নের বিশা গ্রামের বাচ্চু শাহের ছেলে মোঃ আবু হুরায়রা(১৯)
এ ব্যাপারে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান,জব্দকৃত মোটর সাইকেলটি চোরাই মর্মে দুপচাঁচিয়া থানায় আসামীর বিরুদ্ধে পেনাল কোড এর ৪১৩ ধারায় মামলা রুজু করা হয়।
এবাদে রবিবার দিবাগত রাতে তালোড়া রেলস্টেশনে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করা কালীন ফৌজদার কার্যবিধি ১৫১ ধারায় দুইজনকে গ্রেপ্তার করে।গ্রেফতার কৃত আসামীরা হলো তালোরা বাজারের হান্নানের ছেলে মিনাজ উদ্দিন(২০)আরেকজন তালোড়া বাজারের রাসেলের ছেলে সীমান্ত খান(১৯) সোমবার ২৮ আগষ্ট দুপচাঁচিয়া থানার সকল আসামিদেরকে বগুড়া বিজ্ঞ আদালতে শোপর্দ করা হয়েছে।