এবার সৌদি আরবে টিকা প্রয়োগ শুরু

120

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

বৃটেন, আমেরিকা, কানাডার পর এবার ফাইজারের টিকা প্রয়োগ শুরু হলো মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। গতকাল থেকে দেশটিতে টিকা দেয়া শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনের পর দ্বিতীয় দেশ হিসেবে সৌদি আরব গত সপ্তাহে ফাইজার-বায়োএনটেকের টিকা ব্যবহারের অনুমোদন দেয়। তবে বাহরাইনের আগেই এই টিকা পেয়ে তার প্রয়োগ কার্যক্রম শুরু করল সৌদি আরব। এ খবর দিয়েছে আরব নিউজ।
দেশটিতে গত বুধবার ফাইজার ও বায়োএনটেকের উৎপাদিত টিকার প্রথম চালানটি পৌঁছায়। এর পরদিনই তারা টিকার প্রয়োগ শুরু করেছে। সৌদি সরকার টিকা নেওয়ার জন্য লোকজনকে আগে থেকে নিবন্ধন করতে বলেছিলো। এই আহ্বানের পর সেখানে গত ২৪ ঘণ্টায় প্রায় দেড় লাখের বেশি মানুষ টিকা নিতে নিবন্ধন করেছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়া অন্য টিকা গ্রহণকারীদের সঙ্গে একই সময় এই টিকার ডোজটি গ্রহণ করেছেন। এসময় এক বিবৃতিতে তিনি বলেন, আমরা নিশ্চিত করছি যে এই টিকা সম্পূর্ণ নিরাপদ।
মোট তিন ধাপে টিকার এই কার্যক্রম পরিচালনা করবে সৌদি আরব। প্রথমধাপে দেশটির বয়স্ক নাগরিক এবং উচ্চ ঝুঁকিতে থাকা পেশাজীবীরা এই টিকার ডোজ পাবেন বলে জানানো হয়েছে।