একজন ভালো খেলোয়াড়ের মাধ্যমে দেশের সুনাম বয়ে আনা সম্ভব ,,,,প্রভাষক আব্দুর রাজ্জাক

159

এস এম সালমান হৃদয় স্টাফ রিপোর্টারঃ

বগুড়া সদরের ১৪নং ওয়ার্ডের বড় বেলাইল ফেন্ডস ক্লাবের আয়োজনে শুক্রবার বিকালে স্বাধীনতার ৫০বছর উপলহ্মে শর্টলং ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলা শেষে ১৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও ১৪নং ওয়ার্ড যুব লীগের সাধারণ সম্পাদক এম আর ইসলাম রফিক -এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বিজয়ী দলের হাতে পুরুষ্কার হিসাবে একটি ছাগল তুলে দেন বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য, বগুড়া সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক,ফাঁপোর ইউপির সাবেক চেয়ারম্যান ও বাঘোপাড়া শহিদ দানেশ ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল রাজ্জাক । তিনি বলেন,মাদক মুক্ত সমাজ গঠনে যুব সমাজকে নিয়মিত ক্রীড়া চর্চা করা দরকার,খেলাধূলা করলে শরীর মন ভালো থাকে,সেই সাথে একজন ভালো খেলোয়াড়ের মাধ্যমে দেশের সুনাম বয়ে আনা সম্ভব,সে জন্য তিনি যুব সমাজকে নিয়মিত ক্রীড়া চর্চা করার আহব্বান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর আব্দুল মজিদ ফকির,বর্তমান মহিলা কাউন্সিলর শিরিন আক্তার,মহিলা কাউন্সিলর পদপ্রার্থী এমেলিয়া আক্তার,শিরিন আকতার শিল্পী । এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান, রিপন দাশ,দেলোয়ার হোসেন ধারা ভাষ্য বর্ননায় ছিলেন সাংবাদিক এস এম সালমান হৃদয় প্রমুখ।