নওগাঁয় নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মানববন্ধন

144

মোঃআতিকুর হাসান সজীব, (নওগাঁ), প্রতিনিধিঃ কম্প্রিহেনসিভ লাইসেন্সিং পরীক্ষা গ্রহণের দাবি ও কারিগরি বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার কোর্স কারীদের বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারী কাউন্সিলর থেকে লাইসেন্স পাওয়ার বিরুদ্ধেসহ ১০ দফা দাবিতে নওগাঁয় মানববন্ধন করছে নওগাঁ নার্সিং ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীরা। এই উপলক্ষে আজ শনিবার শনিবার বিকেলে নওগাঁ শহরের মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে বাংলাদেশ ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউট জেলা শাখার আয়োজনে প্রায় ১ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ডিপ্লোমা নার্সিং এ্যাসোসিয়েশান জেলা শাখার সভাপতি ফারিহা তানজুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ইমরুল হাসান সাগর, সদস্য ফারুক হোসেন, শাকিল জ্যোতি, আশাসহ প্রমুখ। এসময় বক্তরা বলেন, কম্প্রিহেনসিভ লাইসেন্সিং পরীক্ষার স্থগিতাদেশ অবিলম্বে প্রত্যাহার করে দ্রুত পরীক্ষা নিতে হবে, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের নিবন্ধিত শিক্ষা প্রতিষ্ঠানে নার্সিং কোর্স সম্পন্নকারী ব্যতীত কোনো শিক্ষার্থীকে নার্স হিসেবে নিবন্ধন দেয়া যাবে না। নার্সিংকদের অন্যান্য দেশের মত প্রথম শ্রেণিতে মর্যাদা দিতে হবে। স্পেশাল বিসিএস চালু করতে হবে। নার্সকে নার্সিং অফিসার পদবী দিতে হবে। ফাইনাল পরীক্ষার এক সপ্তাহের ভিতরে রেজিষ্ট্রার পরীক্ষা নিতে হবে যাতে ইন্টারনিশীপ এর পর জব পেতে ভোগান্তি পেতে না হয়। পুরাতন ও চাকরিতে যেসব নার্স আছে তাদেরকে ইনক্রিমেন্ট দিয়ে প্রথম শ্রেণির সমমান দেয়াসহ ১০ দফা দাবি তুলে ধরেন বক্তারা।