দেশকে সামনের দিকে এগিয়ে নিতে ব্যবসায়ীদেরকে কাজ করতে হবে- মাফুজুল ইসলাম রাজ

153

আবু সাইদ হেলাল স্টাফ রিপোর্টার
বগুড়া চেম্বার অব কমার্সের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাফুজুল ইসলাম রাজ বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার দেশ ও জনগনের সার্বিক কল্যানে কাজ করছেন। সকল ক্ষেত্রে যুগান্তকারী উন্নয়নের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন অগ্রগতিতে ব্যবসায়ী সমাজের গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে। ব্যবসায়ীদের কল্যানে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন সরকার। সেবার মানসিকতা নিয়ে ব্যবসা পরিচালনা করতে হবে। তিনি দেশকে সামনের দিকে এগিয়ে নিতে ব্যবসায়ী সমাজকে কাজ করার আহবান জানান। তিনি শুক্রবার দুপুরে মমইন ইকো পার্কে বগুড়া জেলা টাইলস ব্যবসায়ী মালিক সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। জেলা টাইলস ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও উত্তরের দর্পণ সম্পাদক আব্দুস সালাম বাবু, বিআরটিসি শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়ামুল হক নিটু, সাইক জেনারেল হাসপাতালের এর পরিচালক রুহুল কুদ্দুস, গ্রেটওয়াল সিরামিকস এর প্রতিনিধি সোহেল রানা, আকিজ সিরামিক এর মনি শংকর, এটিএআই সিরামিক এর সোহেল রানা। বক্তব্য রাখেন টাইলস ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক রুবেল শেখ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ডাবলু, গাবতলী পৌর কাউন্সিলর হারুনুর রশিদ, সাবেক কাউন্সিলর সোহেল রানা, যুবলীগ নেতা লিটন রহমান, সমিতির সহ সভাপতি ওয়াদুদ হামিদ সোহান, রুহুল আমিন তুহিন, ফজলে রাব্বী, নুরন্নবী, সাইফুল ইসলাম, আতিকুর রহমান, আজাদ, প্রমুখ।