আধুনিক তথ্য প্রযুক্তি সম্পন্ন ডিজিটাল ইউনিয়ন গঠন করতে চান ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান

987

আহসানুর রহমান,নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হলে সকল উন্নয়ন কর্মকান্ডে জনগনের অংশগ্রহন ও জবাবদিহিতা নিশ্চিত করাসহ আধুনিক ইউনিয়ন পরিষদ গঠন করা হবে। একইসাথে মাদক, সন্ত্রাস ও দুর্ণীতি প্রতিরোধসহ জনসচেতনতামূলক কর্মসুচি গ্রহন করা হবে বলে মন্তব্য করেছেন নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ খলিলুর রহমান। বুধবার বিকেলে খাজুরা ইউনিয়নের মহিষডাঙ্গা গ্রামের বান্নিতলা এলাকায় এক পথসভায় এমন মন্তব্য করেন। মহিষডাঙ্গা ৩নং ওর্য়াড আওয়ামীলীগ আয়োজিত পথসভায় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সংগঠন এবং জননেত্রী শেখ হাসিনার প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে আমি জড়িত। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে এবং নির্বাচিত হলে সারাদেশের মধ্যে উন্নয়নের রোল মডেল হবে খাজুরা ইউনিয়ন। সন্ত্রাস, দূর্নীতি মাদক মুক্ত মডেল ইউনিয়ন হবে খাজুরা। আধুনিক তথ্য প্রযুক্তি সম্পন্ন ডিজিটাল ইউনিয়ন গঠনসহ সকল কর্মকান্ডে জনগনের অংশগ্রহন ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। তিনি আরো বলেন, দল আমাকে নৌকা প্রতীক দিলে অবশ্যই আমি খাজুরা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হবো। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে তার ইউনিয়নের উন্নয়নের নব দিগন্ত সৃষ্টি হবে। খাজুরা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিণত করতে চাই। সেইসাথে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সহযোগী হতে চাই। মহিষডাঙ্গা ৩নং ওর্য়াড আওয়ামীলীগ সভাপতি মোঃ সাখাওয়াত হোসেনের সভাতিত্বে আরো বক্তব্য রাখেন, ১নং ওর্য়াড আওয়ামীলীগ সভাপতি মোঃ আব্বাস আলী মাষ্টার, ২নং ওর্য়াড সভাপতি সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক রুবেল হোসেন, ৩নং ওর্য়াড সাধারন সম্পাদক সায়েম হোসেন উজ্জল, ৪নং ওর্য়াড সভাপতি আজমল হোসেন, সাধারন সম্পাদক আশরাফুল হোসেন, ৫নং ওর্য়াড আওয়ামীলীগ সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, ৬নং ওর্য়াড সভাপতি আশরাফুল ইসলাম, ৮নং ওর্য়াড আওয়ামীলীগ সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, ৯নং ওর্য়াড আওয়ামীলীগ সাধারন সম্পাদক রেজাউল ইসলাম, ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক দরুদ আলী মেম্বর প্রমুখ।