শাজাহানপুরে সিরিয়াল কিলারের মৃত্যুর ঘটনায় মামলা

136

শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়া শাজাহানপুর উপজেলার চিহ্নিত সন্ত্রাসী ফোরকান(৩৫) প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে নিহতের ঘটনায় মামলা হয়েছে। গতকাল বুধবার বিকেলে নিহতের মা শাহানা বেওয়া বাদী হয়ে মামলাটি করেছেন। আসামী গ্রেফতারের স্বার্থে মামলার বিস্তারিত জানায়নি পুলিশ।

পূর্ব শত্রুতার জের এবং এলাকায় আধিপত্য বিস্তার সহ ইট বালু ব্যবসাকে কেন্দ্র করে গত সোমবার প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে ফেলে যায়। পুলিশ এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ইনটেনসিভ কেয়ার ইউনিট(আইসিইউ) চিকিৎসাধিন অবস্থায় পরদিন মঙ্গলবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।
নিহত ফোরকানের বিরুদ্ধে ওই এলাকার পৃথক ২টি হত্যা মামলা বিচারাধিন রয়েছে। সে ওই এলাকার নিহত শাহীন বাহিনীর সদস্য ছিলো। এলাকায় একই পরিবারের একে একে ৫জনকে খুনের মাধ্যমে সিরিয়াল কিলার হিসেবে পরিচিতি পায় ফোরকান এবং তার সহযোগীরা।
ঘটনার পর থেকে ওই এলাকা থমথমে অবস্থা বিরাজ করে। ওই এলাকায় সাধারণ মানুষের নিরাপত্বায় পুলিশ তৎপর রয়েছে।
শাজাহানপুর থানার পরিদর্শক(সার্বিক) আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের পরিবার থেকে মামলা হয়েছে। আসামী গ্রেফতারে পুলিশ কাজ করছেন।