গাবতলী মডেল থানায় ওসি হিসেবে যোগদান করলেন জিয়া লতিফুল

190

মুহাম্মাদ আবু মুসা

বগুড়ার গাবতলী মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে জিয়া লতিফুল ইসলাম যোগদান করেছেন। গত মঙ্গলবার সন্ধ্যা রাতে তিনি থানায় এসে যোগদান করেন। বগুড়ার কাহালু থানায় ইন্সপেক্টর (ওসি) হিসেবে তিনি কর্মরত ছিলেন। তার আগে তিনি শাজাহানপুর থানায় ইন্সপেক্টর (ওসি) হিসেবে দায়িত্ব পালন করে ছিলেন। জিয়া লতিফুল ইসলাম ১৯৯২ সালে সরাসরি এসআই পদে চাকুরীতে যোগদান করে কর্মদক্ষতায় তিনি ২০০৭সালে ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি পেয়ে প্রথমে ঢাকায় পরে ২০০৮সালের শেষের দিকে বগুড়ার সোনাতলা থানায় ইন্সপেক্টর (ওসি) হিসেবে যোগদান করেন। এর পর তিনি ইন্সপেক্টর হিসেবে বিভিন্নস্থানে দায়িত্ব পালন করেছেন। ওসি জিয়া লতিফুল ইসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের খলিলপুর গ্রামের মুসলিম সম্ভান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুইজন কন্যা সন্তানের জনক। সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল স্থানীয় সাংবাদিকদের জানান, গাবতলী মডেল থানাকে মডেল হিসেবেই গড়ে তুলতে চাই। সকলের সহযোগিতায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা, জুয়া, মাদকসহ সকল অপরাধ নিমূর্ল করার জন্য চেষ্ঠা করবেন বলে তিনি জানিয়েছেন। উল্লেখ্য, গাবতলী মডেল থানার ওসি মোঃ নুরুজ্জামান নওগাঁয় বদলী হওয়ায় থানায় ওসির পদটি শূণ্য হওয়ায় মঙ্গলবার সন্ধ্যা রাতে জিয়া লতিফুল ইসলাম এ পদে যোগদান করেন।