বগুড়া পৌর নির্বাচনে ৫০টি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন

169

স্টাফ রিপোর্টার

আগামীকাল ৫ম ধাপে অনুষ্ঠিত দেশের সবচেয়ে বড় বগুড়া পৌরসভা নির্বাচনকে ঘিরে ৮টি ওয়ার্ডের ৫০টিতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ওয়ার্ডগুলো হল- ৪, ৮, ৯,১০,১১,১৩,১৫ এবং ১৯।  এর মধ্যে ১০ এবং ১১ বাদে বাকিগুলো ওয়ার্ডের কেন্দ্রগুলো বেশি ঝুঁকিপূর্ন হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি হুমায়ুন কবির।

এদিকে ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত বগুড়া পৌরসভায় ২ লাখ ৭৫ হাজার ৮৭০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট গ্রহণের ক্ষেত্রে পৌরসভার ১১৩টি ভোট কেন্দ্রের মধ্যে ৫৬টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।

বগুড়া পৌরসভা নির্বাচনের জন্য ১৬ প্লাটুন বিজিবি, ২১ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২১টি মোবাইল টিম, ৫টি স্ট্র্রাইকিং ফোর্সসহ প্রয়োজনীয় সংখ্যক র‌্যাব, পুলিশ, আনসার সদস্য নিরাপত্তার জন্য কাজ করছেন।  একই সঙ্গে কাজ করছে পুলিশ ও র‌্যাব থেকে বিশেষ ফোর্স।

জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, এবারের পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪জন, কাউন্সিলর পদে ১৩০জন ও মহিলা কাউন্সিলর পদে ৫০জন প্রার্থী লড়াই করছেন।