সিনিয়র সাংবাদিক মাসুদুর রানা’র বাড়িতে সন্ত্রাসীদের অনুপ্রবেশ চেষ্টা! এলাকাবাসীর মানববন্ধন

130

রাকিব শান্তঃ গত সোমবার মধ্যরাত্রে বগুড়ার সিনিয়র সাংবাদিক মাসুদুর রহমান রানা’র বাড়িতে সন্ত্রাসীদের অনুপ্রবেশ করার চেষ্টার প্রতিবাদে বুধবার বিকেলে সেউজগাড়ির আমতলায় ৮ নং ওয়ার্ড বাসীর পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, গতকাল মধ্যরাতে জেলা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন এর সভাপতি ও দৈনিক করতোয়া পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মাসুদুর রহমান রানা’র বাড়িতে ৪ জন অস্ত্রধারী, মুখোস পরিহিত দুস্কৃতিকারী অনুপ্রবেশ করার চেষ্টা করে। কিন্তু সাংবাদিক রানা ও তার পরিবার সময়মত টের পেয়ে যাওয়ায় তারা পলায়ন করেন। উক্ত মানববন্ধনে সিনিয়র রিপোর্টার মাসুদুর রহমান রানা বলেন, “গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে ০৪ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত শহরের সবুজবাগে তাপসী রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন আমার বাড়ির দোতলার জানালার পাশে থাই গ্লাস খুলে ফেলে, এরপর শয়ন কক্ষে টর্চ লাইট জ্বালিয়ে কাউকে খুজতে থাকে। ঘটনাক্রমে তখন ওই কক্ষে আমি ছিলাম না। ওই কক্ষে আমার বড় ছেলে ও মেজো ছেলে ঘুমিয়ে ছিল। এসময় দুর্বৃত্তদের আগমন টের পেয়ে তারা জেগে ওঠে চিৎকার করে। দুর্বৃত্তরা পাশের নির্মাণাধীন বিল্ডিং এর উপর দিয়ে আমার বাড়ির দোতলায় জানালায় আসে। বাচ্চাদের চিৎকারে ঘুম থেকে জেগে উঠে আমি পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে এগিয়ে যাই কিন্তু ততক্ষণে দুর্বৃত্তরা নিচে লাফিয়ে পালিয়ে যেতে থাকে। এরপর আমরা বাড়ির দোতালার বারান্দায় যাই এবং বৈদ্যুতিক খুটির আলোয় দেখি হাফ প্যান্ট পরা ০৪ জন দুর্বৃত্ত পালাচ্ছে, তাদের মুখে মুখোশ ছিল, তাদের হাতে লম্বা হাসুয়া, রামদার মতো ধারালো অস্ত্র ছিল। পৌর নির্বাচনের পরের দিন রাতেই দুর্বৃত্তরা কী উদ্দেশ্যে আমার বাড়িতে হানা দিয়েছিল সেটা আমার অজানা। আমি আমার নিরাপত্তা নিয়ে শঙ্কিত। বিষয়টি আমি পুলিশ সুপার মহোদয় কে বলেছি, ওসি সাহেব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।” উক্ত মানববন্ধনে প্রায় আধা কিলোমিটার রাস্তা জুরে ৮ নং ওয়ার্ড এর কাউন্সিলর ইব্রাহীম হোসেন, আব্দুল জলিল, সাংবাদিক রাকিব শান্ত, সাংবাদিক রাজিবুল ইসলাম রক্তিম, সাংবাদিক আব্দুর রহমান ববিন, সেউজগাড়ি দোকান-মালিক সমিতির সদস্যগণ, মৌমাছি খেলাঘর আসরের সদস্যগণ, যুব উন্নয়ন সংস্থার সদস্যগণ, বিভিন্ন সামাজিক সংগঠন এর নেতৃবৃন্দ সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ গ্রহন করেন। সাংবাদিক রানাসহ সকল সাংবাদিকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বগুড়া প্রেসক্লাব সহ সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

এই বিষয়ে সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। বিষয়টি তদন্ত করে অনুপ্রবেশ চেষ্টাকারীদের গ্রেফতার করবে বলেও জানান তিনি।