বগুড়া জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটির বিশেষ সভা

120

স্টাফ রিপোর্টার:বগুড়া জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটির বিশেষ সভা শনিবার বিকেলে সংগঠনের প্রধান কার্যালয় চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনালে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি সামছুদ্দিন শেখ হেলালের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সিনিঃ সহ-সভাপতি আব্দুল মান্নান আকন্দ, সাধারন সম্পাদক ও নবনির্বাচিত পৌর কাউন্সিলর আব্দুল মতিন সরকার, জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি শাহ আখতারুজ্জামান ডিউক, পিকআপ মালিক সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বুলবুল, পশ্চিম বগুড়া সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির সভাপতি খোরশেদ আলম।বক্তারা বলেন, বগুড়া জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটি পরিবহন সেবা ও ব্যবসা সু-শৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য এবং সকল পরিবহন মালিক শ্রমিকের মধ্যে সৌহার্দ বজায় রাখার লক্ষ্যে এ জেলায় ৮টি পরিবহন সংগঠন নিয়ে গঠিত। পরিবহন মালিক শ্রমিকদের ন্যায্য দাবী দাওয়া এবং অধিকার প্রতিষ্ঠায় সকলের ঐক্য নিয়ে নিয়মতান্ত্রিক ভাবে আন্দোলন করাও এই সংগঠনের অন্যতম লক্ষ্য।আমরা সর্ব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইন প্রক্রিয়ায় যে আদেশ হবে তা মানতে রাজী। অবৈধ পথে দখলবাজী করার অপচেষ্টা কোন ভাবে বগুড়া জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটি মেনে নেবে না। যদি আবারো সন্ত্রাসী কায়দায় কোন পদক্ষেপ নেয়া হয়, তাহলে যৌথ কমিটি যে কোন মূল্যে তা প্রতিহত করবে এবং সে দিন থেকেই প্রতিবাদ হিসেবে বগুড়া জেলা সহ রাজশাহী বিভাগে পূর্ণ পরিবহন কর্ম-বিরতী পালন করা হবে। বক্তারা আমিনুলসহ সকল মালিক শ্রমিকদের উপর মিথ্যা মামলা প্রত্যাহার আহবান জানিয়ে বলেন, ২৩-১২-২০২০ তারিখের বাণিজ্য মন্ত্রাণালয়ের পত্র মোতাবেক কার্য-নির্বাহী কমিটির মেয়াদ ৩১ মে পর্যন্ত বহাল থাকবে। এ কারণে উলে¬খিত তারিখের মধ্যে কোন হস্তক্ষেপ করা মেনে নেয়া হবে না।জেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বক্তারা বলেন, ঘোলা পানিতে মাছ শিকার না করে মহামান্য হ্ইাকোর্টের আদেশ এবং ট্রেড ওরগানাইজেশন ওডিন্যান্স ১৯৬১ সালের ১৫ (১) ধারা অনুযায়ী দাখিলকৃত আপীল নিষ্পত্তি না হওয়া পর্যস্ত পরিবহন ব্যবসা সুষ্ঠু রাখার লক্ষ্যে অবৈধ পথে কোন প্রকার প্রশাসনিক ব্যবস্থা গ্রহন থেকে বিরত থাকার জোর দাবী জানাচিছ। অন্যথায় আমরা আমাদের সিদ্ধান্তের প্রতি অটল থাকবো।