শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ ই মার্চ উদযাপন

141

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ ই মার্চ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

ঐতিহাসিক এদিবস যথাযোগ্য মর্যাদায় পালন কর্মসূচির শুরুতে প্রশাসনের পক্ষ হতে জাতীয় পতাকা উত্তোলনর মধ‍্য দিয়ে উপজেলা পরিষদ ক্যাম্পাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের পক্ষে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করা হয়।

সকাল ১০ সকাল দশটায় শেরপুর উপজেলা পরিষদ ক্যাম্পাসে শহীদ মিনারের পাদদেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী শেখের সভাপতিত্বে ঐতিহাসিক ৭ ই মার্চের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার,শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বিয়া, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহজামাল সিরাজী, উপজেলা সহকারী কমিশনার ভুমি সাবরিনা শারমিন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আমির হামজা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ শেরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, বগুড়া সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ খান শেরপুর সরকারি ডি জে মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আকতার উদ্দিন বিপ্লব প্রমুখ। আলোচনা সভায় মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন পর্যায়ের সুধীজনেরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন জাতির জনকের রেখে যাওয়া এদেশ কে নিয়ে স্বাধীনতা বিরোধীরা এখনো ষড়যন্ত্র করছে।
জিয়া -মোশতাকের বংশধররা বঙ্গবন্ধুর সোনার বাংলা কে অস্বীকার করে ঐ প্রেতাত্মারা এখনো মেনে নিতে পারেনি।
জাতির জনকের সোনার বাংলা কে সোনারদেশে রুপান্তরিত করতে তার কন‍্যা জননেত্রী শেখ হাসিনা ঐ সকল দেশদ্রোহী গোষ্ঠীর অশুভ তৎপরতা ষড়যন্ত্র মিথ‍্যাচার পরোয়া নাকরে দেশকে স্বনির্ভর করে গড়ে তুলতে উন্নয়নের সংগ্রাম করে বিশ্বের দরবারে মাথা উঁচু করার লড়াই সংগ্রামের কঠিন যাত্রা চালিয়ে যাচ্ছেন।
তাই আসুন আমরা মহানায়কের জীবনাদর্শ লালন করে মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের চেতনায় শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ার মহাসড়কে ঐক্যবদ্ধ হই। আলোচনা সভা শেষে উপজেলা ক‍্যাম্পাসের শহীদ মিনারের পাদদেশে এক এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঐতিহাসিক এই দিবসটির আলোচনা সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: মোঃ রায়হান পি এএ।