বগুড়া সদরের নুনগোলায় কৃষকের মাল্টা চাষ

125

স্টাফ রিপোর্টার রিপন ঃ বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের নুনগোলা হাট সংলগ্ন ৫৬ শতাংশ একটি কৃষি জমিতে মাল্টা চাষ করেছে একজন কৃষক।

নিশিন্দারা ইউনিয়নের পুরাতন নুনগোলা গ্রামের মৃত ইব্রাহীমের পুত্র মাষ্টার সিরাজুল ইসলাম বগুড়ার হটি কালচার থেকে বারী -১ জাতের মাল্টার জাত সংগ্রহ করে তার নিজস্ব ৫৬ শতাংশ জমিতে বৃহস্পতিবার ২৩২ টি মাল্টার গাছ রোপন করে চাষ শুরু করেন। তিনি আশা করছেন গাছ গুলিতে ফল এলে প্রতি বছর লক্ষাধিক টাকা আয় হবে। খরচও কম লাভও বেশী। তিনি তার চাষে সফলতা আনার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ সংশ্রিষ্ট দপ্তরের সহযোগী ও সুপরামর্শ কামনা করেন। তিনি সরকারী সহযোগীতা পেলে তার আরও যেসব পতিত জমি আছে সেগুলিতেও এধরনের ফসলের চাষ করবেন। যেহেতু প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলেছেন কোন জমি ফেলে রাখা যাবেনা। তাই মাষ্টার সিরাজুল ইসলাম এ উদ্যোগ গ্রহণ করেছেন।