চার জেলার ৫০ জন কবি নিয়ে বগুড়া লেখক চক্রের কবিতাভ্রমণ ও কবিআড্ডা

152

আবু সাঈদ হেলাল স্টাফ রিপোর্টার

বগুড়া লেখক চক্রের কবিতাভ্রমণ ও কবিআড্ডা শুক্রবার দিনব্যাপী ঐতিহাসিক পাহাড়পুরে অনুষ্ঠিত হয়েছে। পূর্বনির্ধারিত এই কর্মসূচী শুরু হয় বগুড়া সাতমাথা থেকে সকাল ৭ টায়। পথে পথে গান, কবিতা, কৌতুকে ভরা কবিতাভ্রমণ ও কবিআড্ডায় অংশগ্রণ করেন বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট ও নওগাঁ জেলার ৫০ জন কবি। পাহাড়পুরে অনুষ্ঠিত কবিআড্ডায় প্রধান অতিথি ছিলেন বগুড়া লেখক চক্রের প্রতিষ্ঠাতা সদস্য এবং উপদেষ্টা শিশু সংগঠক এ্যাড. পলাশ খন্দকার। কবিআড্ডায় সভাপতিত্ব করেন বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক। কবি আড্ডায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন-বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি প্রাবন্ধিক শিবলী মোকতাদির, কবি সাংবাদিক ইন্দ্রজিৎ সরকার, বগুড়া লেখক চক্রের সাধারণ সম্পাদক কবি কামরুন নাহার কুহেলী, সাবেক সাধারণ সম্পাদক আমির খসরু সেলিম, এস এইচ মীর, কবি সম্পাদক শফিক সেলিম, সাংবাদিক খায়রুল ইসলাম, কবি অচিন্ত্য চয়ন, কবি চয়নিকা সাথী, কবি করিম মোহাম্মদ, কবি অরিন্দম মাহমুদ, কবি অনিন্দ্য তুহিন, কবি হিরণ্য হারুন, হাদিউল হৃদয়, কবি আবু রায়হান এম আর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান, গাবতলি সরকারী কলেজের প্রভাষক মোঃ শাহিনুর রহমান, বগুড়া জিলা স্কুলের শিক্ষক অনন্য রাসেল, ফটো সাংবাদিক মামুনুর রশীদ, কবি মারুফ আহমেদ নয়ন, আমিনুল ইসলাম রনজু, ব্যাংকার ইউসুফ আলী ও এনায়েত হোসেন, কথাসাহিত্যিক আব্দুর রাজ্জাক বকুল, বেলাল সরকার, শিক্ষক জুলফিকার আলী, শ্যামল পাল, ইয়াছিন আলী, ডালিম কুমার রায়  প্রমুখ।